1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিলো বিডিআর হত্যাকাণ্ড: অ্যাটর্নি জেনারেল চলচ্চিত্র শিল্পের সমস্যা চিহ্নিত করা হয়েছে: ফারুকী টঙ্গীর বিশ্ব ইজতেমায় হামলার হুমকি দেয়া যুবলীগ নেতা আটক আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ১১ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক মায়ের সামনে আগুনে পুড়ে অঙ্গার শিশু জিহানের দাফন সম্পন্ন ফের ব্রাইটনের কাছে হারলো চেলসি জীবনকে খুব সিরিয়াসলি নিই না: রাশমিকা দুর্নীতি বন্ধে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন প্রয়োজন: ড. ইফতেখারুজ্জামান আমরা বাংলাদেশে অযোগ্য শাসক চাই না: হাসনাত আব্দুল্লাহ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল

  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩
Img 20250205 013656

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ ঘোষণা দেন।

এর আগে, মঙ্গলবার রাতে পোষ্য কোটা নিয়ে জরুরি সভায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় পোষ্য কোটা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান এই ঘোষণা দেন।

এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে বেশ কয়েকদিন ধরে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। একপর্যায়ে আমরণ কর্মসূচিরও পালন করেন তারা। পরে উপাচার্যের আশ্বাসে অনশন স্থগিত করে শিক্ষার্থীরা।

এরপর মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আবারও পোষ্য কোটা বাতিলে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। একপর্যায়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভকারীরা অবস্থান নেন। এরপরই রাতে জরুরি সভায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অপরদিকে, পৌষ্য কোটা সংক্রান্ত সকল শর্ত বাতিল ও পুনরায় বহালের দাবিতে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা বরাদ্দ থাকতো। এই কোটার মাধ্যমে ন্যূনতম নাম্বার পেয়েও বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের সন্তানরা ভর্তি হতে পারতেন।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x