বর্তমান সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠনসহ বেশি কিছু দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম এক বিবৃতিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল রাজবন্দি এবং ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আগামী ১২ ও ১৩ নভেম্বর টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এ ছাড়া গত কয়েক দিনে কর্মসূচি পালনকালে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে আগামী ১০ নভেম্বর শুক্রবার দেশব্যাপী দোয়া আহ্বান জানিয়েছে দলটি।
ঘোষিত কর্মসূচিতে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করে সাফল্যমণ্ডিত করার জন্য জামায়াতের সর্বস্তরের নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি আহ্বান জানান জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি।