জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাবে কি না, তা জানা যাবে দুই একদিনের মধ্যে। দলের শীর্ষ নেতাদের নিয়ে যৌথসভা শেষে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
শনিবার (১৮ নভেম্বর) সকালে এক ভিডিও বার্তায় এ কথা জানান জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
ভিডিও বার্তায় তিনি বলেন, “এখন পর্যন্ত ডায়ালগের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিএনপিও ডায়ালগের বিষয়ে স্পষ্টভাবে কিছু বলে নাই। সরকারি দল ডায়ালগের বিষয়টি প্রত্যাখান করেছে। এরকম একটা অবস্থায় আমাদের দল নির্বাচনে যাবে কি না, সে প্রশ্নটা সামনে এসে দাঁড়িয়েছে। আমরা দুই একদিনের মধ্যে সিনিয়র নেতাদের নিয়ে, প্রয়োজনে প্রেসিডিয়ামের মিটিং ডেকে দলীয় কী সিদ্ধান্ত হবে নির্বাচনে যাওয়ার বিষয়ে তা জানিয়ে দেবো।”
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সে হিসেবে আর এক সপ্তাহ রয়েছে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার।
এ সময়ের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি, আসন ভিত্তিক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণসহ মনোনয়ন শেষ করতে হবে।
জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী তালিকা তারা তৈরি করে রেখেছেন, তৈরি আছে নির্বাচনী ইশতেহারও। নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত হলে দলের নির্বাচনী কার্যক্রম শুরু করে দেবেন তারা।