জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা কার জিম্মায় থাকবে, এ সংক্রান্ত আপিল শুনানিতে বিচারকের প্রতি আস্থাহীনতায় আদালত পরিবর্তন চেয়ে শিশুদের বাবা ইমরান শরীফের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আদালত বলেছেন, আপিল বিভাগের নির্দেশনা অনুসারে এই আপিল মামলা জেলা জজ আদালত নিষ্পত্তি করবেন।
সোমবার (১২ জুন) বিচারপতি মামনুন রহমানের একক হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতে শিশুদের বাবা ইমরান শরীফের পক্ষে শুনানি করেন এডভোকেট নাসিমা আক্তার লাভলী এবং শিশুদের মা নাকানো এরিকোর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কেউসি, এডভোকেট আহসানুল করিম ও এডভোকেট মোহাম্মদ শিশির মনির।
এর আগে ৬ জুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ইমরান শরীফের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী নাসিমা আক্তার লাভলী আদালত পরিবর্তন চেয়ে আবেদন করেন।