1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম

‘জংলি’ সিনেমার টিজারে অন্যরকম এক সিয়াম

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৫৩
Jongli news

পরনে লুঙ্গি, চোখেমুখে হিংস্রতা, উষ্কখুষ্ক চুল-দাড়ি আর পুরোদস্তুর অ্যাকশন লুক- জংলির টিজারে দেশি মাসালা হিরোরূপে দেখা মিললো সিয়াম আহমেদের। এমন সিয়ামকে এর আগে দেখেনি কেউ!

আসন্ন ঈদের ছবির প্রচারণায় সবার আগেই নেমে পড়ে জংলি। একের পর এক ইউনিক পোস্টার, রোমান্টিক গান, প্রি টিজ আগেই ছেড়েছিল জংলি টিম। এবার এলো ১ মিনিট ১১ সেকেন্ডের টিজার। জংলির প্রথম লুক পোস্টার দেখে অনেকেই বলেছিলেন পুষ্পা বা কবির সিংয়ের অনুপ্রেরণায় নির্মিত।

টিজারে পপ কালচার রেফারেন্সে সিয়ামের মুখ থেকেই যেন এলো জবাব, ‘পুষ্পা? কাবীর সিং? অ্যাহহে! জংলি’! জংলি টিম ইচ্ছে করেই এতদিন যেন আগলে রেখেছিল বুবলী অভিনীত চরিত্রটিকে। এতদিন সিনেমার প্রচারণায় কোথাও না থাকা বুবলীকে এক ঝলক দেখা গেল টিজারে। এখানেই বোঝা গেছে বুবলীর চরিত্রের গুরুত্ব।

তবে গোটা টিজারে সিয়াম হাজির হয়েছেন ভয়ংকর মারমুখী ভাইবে। লুঙ্গি পরা এই সিয়াম টিজারেই দেখিয়েছেন, দেশীয় গল্পে দেশীয় নির্মাণেও দারুণ কিছু ঘটানো সম্ভব! টিজারে শেষ দৃশ্য নিয়েই শুরু হয়েছে নতুন রহস্য।

এতদিন জংলিতে সিয়ামের সঙ্গে বুবলী ও দীঘিই ছিলেন আলোচনারা কেন্দ্রে। টিজারে সিয়ামের সঙ্গে দেখা গেছে একজন শিশুশিল্পীকেও। আন্দাজ পাওয়া গেল, জংলির গল্পে মূল প্লটে শিশুশিল্পীর শক্তিশালী ভূমিকা বিদ্যমান। যদিও বিষয়টি ধোঁয়াশা মধ্যেই রেখেছে টিম। নিশ্চয়ই এই ধাঁধার উত্তর কিছুটা হলেও মিলবে জংলির ট্রেলারে। বাকিটা নিশ্চয়ই দেখা যাবে সিনেমার হলের পর্দায়।

জংলি ছবি পরিচালনা করেছেন এম রাহিম। জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x