বিএনপি চোরাগোপ্তা হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, দেশের গণতন্ত্র কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করছে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে আগুন সন্ত্রাস শুরু করেছে।
শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এই মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির লক্ষ্য গণতন্ত্র নয়। তাদের মূল লক্ষ্য চোরাগোপ্তা হামলা করে শেখ হাসিনার পতন এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। কিন্তু বিএনপির ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিহত করতে আওয়ামী লীগ সতর্ক অবস্থানে থাকবে।
দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্ব জরুরি বলেও এ সময় মন্তব্য করেন তিনি।