1. citymelaltd@gmail.com : আবু হেনা : আবু হেনা
  2. foysalmahmudbd9@gmail.com : ফয়সাল মাহমুদ : ফয়সাল মাহমুদ
  3. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  4. kkomol296@gmail.com : kamrul Hossain : kamrul Hossain
  5. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  6. nurulimran26@gmail.com : নুরুল ইমরান : নুরুল ইমরান
  7. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
চীনে কয়লাখনির অফিসে আগুন, নিহত অন্তত ২৫ - প্রিয় আলো

চীনে কয়লাখনির অফিসে আগুন, নিহত অন্তত ২৫

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৩৪
Image 248185 1700132909

চীনে একটি কয়লাখনির চার তলাবিশিষ্ট অফিসের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫১ জন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দেশটির শানজি প্রদেশে এই ঘটনা ঘটে।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে আলজাজিরা এসব তথ্য জানায়।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ভোর ৬টা ৫০ মিনিটে চার তলাবিশিষ্ট ভবনটিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শানজি প্রদেশের লিশি জেলায় অবস্থিত ওই ভবন। ভবনটি ইয়ংজু নামে একটি কয়লাখনির মালিকানা প্রতিষ্ঠানের।

ক্ষতিগ্রস্ত ভবন থেকে সব মিলিয়ে ৬৩ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। যাদের মধ্যে অন্তত ৫১ জনকে চিকিৎসার জন্য লুলিয়াং ফার্স্ট পিপল হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। কারণ জানতে তদন্ত চলছে।

চীনের শিল্প এলাকায় প্রায়ই অগ্নিকাণ্ড, ভবন ধসে পড়ার মতো ঘটনা ঘটে। দুর্বল অবকাঠামো এবং শিথিল আইন প্রয়োগ এসব দুর্ঘটনার মূল কারণ।

সূত্র : আলজাজিরা, রয়টার্স

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x