নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি আশীষ রায় চৌধুরীকে জামিন দিয়েছেন আপিল বিভাগ। একইসাথে মামলাটি ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে।
আশীষ রায়ের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানিতে সোমবার (১৫ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, ২৯ অক্টোবর ছয় মাসের মধ্যে নিষ্পত্তি না করায় সংশ্লিষ্ট আদালতের বিচারককে শোকজ করেছিলেন আপিল বিভাগ।
বনানীর ১৭ নম্বর রোডের আবেদীন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের নিচে ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে মারা যান চিত্রনায়ক সোহেল চৌধুরী। ওই ঘটনায় সোহেল চৌধুরীর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১ নম্বর আসামি করা হয় আশীষকে। মামলাটির তদন্ত শেষে ১৯৯৯ সালের ৩০ জুলাই গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী নয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।