1. citymelaltd@gmail.com : আবু হেনা : আবু হেনা
  2. foysalmahmudbd9@gmail.com : ফয়সাল মাহমুদ : ফয়সাল মাহমুদ
  3. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  4. kkomol296@gmail.com : kamrul Hossain : kamrul Hossain
  5. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  6. nurulimran26@gmail.com : নুরুল ইমরান : নুরুল ইমরান
  7. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭ - প্রিয় আলো

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৩৯
Lash

চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের সাত জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন শিশু, দুই জন নারী এবং দুই জন পুরুষ। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হাটহাজারী সড়কের চারিয়া বোর্ড স্কুল ও ইজতেমা মাঠের সামনে নাজিরহাট থেকে চট্টগ্রাম শহরমুখী যাত্রীবাহী বাসের সঙ্গে ফটিকছড়ি অভিমুখী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী ও শিশুসহ অটোরিকশার সাত জনই নিহত হন। তারা সবাই একই পরিবারের সদস্য। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নিহতরা সবাই চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে ফটিকছড়ি উপজেলায় এক আত্মীয়র বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছিলেন।

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। সড়ক থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে। আহত দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x