চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তারমধ্যে এক শিক্ষার্থীসহ তিনজনকে মৃত ঘোষণা করে দায়িত্বরত চিকিৎসক।
এর আগে এদিন বেলা তিনটার দিকে নগরের মুরাদপুরে শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়ে অস্ত্রধারীরা। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় আহত বেশ কয়েকজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন, চট্টগ্রাম সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ওয়াসিম আকরাম ও ওয়ার্কশপ কর্মচারী ফারুক। ফারুকের বাড়ি নোয়াখালী বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাকি একজনের নাম না জানা গেলেও তিনি চট্টগ্রামের ওমরগণি এম.ই.এস. কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
এদিকে সংঘর্ষের পর চট্টগ্রামে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির ব্যাটালিয়ন-৮ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী।