সাইক্লোন ‘বিপর্যয়’ এর তাণ্ডবে বিপর্যস্ত ভারতের গুজরাটে শুক্রবার সকাল পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। সেই সাথে ২২ জনের আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
এদিকে, সাইক্লোনের প্রথম আঘাতে তছনছ হয়ে গেছে গুজরাট রাজ্য। ৯৪০টি গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে। উল্টে পড়েছে বিদ্যুতের খুঁটি, উপড়ে গেছে অন্তত পাঁচ শতাধিক গাছপালা।
দুর্যোগ কবলিত এলাকায় বাতিল বা শিডিউল পরিবর্তন করা হয়েছে ৯৯টি ট্রেনের। এসব স্থানে বিচ্ছিন্ন আছে যান চলাচল ব্যবস্থাও।
সাইক্লোনের ভয়াবহতার আশঙ্কায়, গেলো তিনদিনে গুজরাট ও আশপাশের এলাকা থেকে ৯৪ হাজার অধিবাসীকে সরানো হয় নিরাপদ আশ্রয়ে। গুজরাট ও রাজস্থানে বহাল রয়েছে রেড অ্যালার্ট।
শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।