1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
গোপালগঞ্জে বেনজীরের ইকো রিসোর্টের নিয়ন্ত্রণ নিলো জেলা প্রশাসন - প্রিয় আলো

গোপালগঞ্জে বেনজীরের ইকো রিসোর্টের নিয়ন্ত্রণ নিলো জেলা প্রশাসন

  • আপডেট সময় শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৬৪
Benjir 1024x576

আদালতের নির্দেশে জমি ও সড়ক দখলসহ অবৈধ সম্পদ অর্জনের দায়ে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জে নির্মিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে রিসিভার নিয়োগ করে নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (৮ জুন) সকাল থেকেই জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী চলছে যাবতীয় কার্যক্রম। ফলে, এখনই পার্কটিতে প্রবেশের সুযোগ পাবেন না দর্শনার্থীরা।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং মাদারীপুর ও গোপালগঞ্জের দুর্নীতি দমন কমিশনের দুটি দল যায় রিসোর্টে। পরে বেনজীর ও তার পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্টের নিয়ন্ত্রণ বুঝে নেন তারা।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার, দুদকের গোপালগঞ্জের উপ-পরিচালক, দুদক মাদারীপুরের সহকারী পরিচালকসহ জেলা প্রশাসন ও দুদক কর্মকর্তারা। উল্লেখ্য, জেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে এই রিসোর্টটি।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x