গাজীপুরে জয়দেবপুর স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যালের ছোট দেওড়ার কাজী বাড়ি এলাকায় মালবাহী ও যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্থ ৯টি বগি উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। আপ লাইনে প্রায় ৩২ ঘণ্টা বন্ধ থাকার পর ডাবল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (৪ মে) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: সেতাবুর রহমান।
তিনি জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনের সব বগি উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে ক্ষতিগ্রস্ত বগি ও তেলের ওয়াগন সরিয়ে নেয়া হয়েছে। আপ লাইন ক্লিয়ার আছে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো: হানিফ আলী জানান, লাইনচ্যুত হওয়া বগিগুলো সন্ধ্যা ৬টার দিকে সরিয়ে নেয়া হয়েছে। রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ওই লাইনে ট্রেন চলাচল শুরু করা হচ্ছে বলেও জানান তিনি।