1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

গাজার ‘নিরাপদ এলাকা’য় হামলা, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

  • আপডেট সময় রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১২৯
World Criticism On Gaza 1024x576

গাজায় নিরাপদ ঘোষিত এলাকা আল-মাওয়াইসিতে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। যে জায়গাটিতে হামলা চালানো হয়েছে, এই স্থানটিকে ইসরায়েল পূর্ব থেকেই ‘নিরাপদ এলাকা’ হিসেবে ঘোষণা করেছিল। খবর আনাদোলু এজেন্সির।

হামলার ঘটনায় শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিশ্বনেতাদের দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের তাগিদ দিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েল ক্রমাগত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

আল মাওয়াইসিতে ইসরায়েলি হামলার ব্যাপক সমালোচনা করেছে মধ্যপ্রাচ্যের দেশ মিসরও। তারা জানায়, যুদ্ধবিরতি আলোচনার মাঝে এমন বর্বরতা তৈরি করছে জটিলতা।

এদিকে, ইসরায়েলকে ‘শিশুহত্যাকারী বর্বর’ বলে আখ্যা দিয়েছে ইরান। আল মাওয়াইসিতে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ওমানসহ মুসলিম দেশগুলো।

উল্লেখ্য, শনিবার (১৩ জুলাই) আল-মাওয়াইসির ওই এলাকাটিতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বহর। এতে প্রাণহানি ঘটে অন্তত ৯০ জনের।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x