1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম

গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে সম্মত হয়েছে হামাস

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১২২
Hamas 1720701316

শান্তিচুক্তির অংশ হিসেবে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরাইলের সঙ্গে হামাসের চলমান সংঘাত বন্ধে শান্তিচুক্তির যে আলোচনা চলছে তার দ্বিতীয় ধাপে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে বলা হয়েছে, গাজার যুদ্ধ শেষে হামাস বা ইসরাইল কেউই এই অঞ্চলের নিয়ন্ত্রণে থাকতে পারবে না। এর পরিবর্তে ফিলিস্তিনি অন্য কোনো কর্তৃপক্ষের হাতে গাজাকে তুলে দেয়া হবে।

বুধবার এই রিপোর্ট করেছে ওয়াশিংটন পোস্ট। এতে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, গাজার নিরাপত্তার দায়িত্ব যাবে এবার যুক্তরাষ্ট্র প্রশিক্ষিত সেনাদের হাতে। তারা হবে ফিলিস্তিনের পশ্চিম তীরের সরকারের নিয়ন্ত্রণে। এই বাহিনীর সদস্যরা হবেন পশ্চিম তীর ও গাজার। তবে এই বাহিনীতে নিয়োগ পেতে হলে আগে ইসরাইলের অনুমোদনের দরকার পড়বে।

আরব দেশগুলোও এই বাহিনীর সমর্থনে থাকবে। এ নিয়ে হামাস ও ইসরাইল কারোরই কোনো আপত্তি নেই। অর্থাৎ, দুই পক্ষই এই নতুন সমাধান মেনে নিয়েছে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x