গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও শতাধিক ফিলিস্তিনির। আহত কমপক্ষে ১৬২ জন।
বৃহস্পতিবার (২১ মার্চ) এমন তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
বুধবার তিনটি শরণার্থী শিবিরে হামলায় নিহত হয়েছে কমপক্ষে ২৮ জন। এর মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরেই মৃত্যু হয়েছে ১৫ জনের। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে। গাজার আল শিফা হাসপাতাল ঘিরেও অব্যাহত ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। অবরুদ্ধ রোগীসহ শত শত ফিলিস্তিনি।
ইসরায়েলের সামরিক বিভাগের দাবি, আল শিফা হাসপাতালে অভিযান চালিয়ে হত্যা করা হয়েছে ৯০ হামাস যোদ্ধাকে। আটক করা হয়েছে ১৬০ জনকে। মধ্য গাজা ও খান ইউনিসেও চলছে অভিযান। গাজায় হামাস নিয়ন্ত্রিত প্রশাসন জানিয়েছে, এক সপ্তাহে আটটি হামলায় মৃত্যু হয়েছে শতাধিক ত্রাণকর্মীর।
উল্লেখ্য, গাজায় গত সাড়ে ৫ মাসের আগ্রাসনে উপত্যকায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ৩২ হাজার। আহত ৭৪ হাজারের বেশি। রেহাই পাচ্ছে না আশ্রয়কেন্দ্রগুলোও।