উত্তর গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাথে লড়াইয়ের সময় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার কর্নেল এহসান ডাকসা নিহত হয়েছেন।
রোববার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, গাজার একটি অঞ্চলে নিকটবর্তী এলাকা পরিদর্শনের জন্য ট্যাংক থেকে বের হয়েছিলেন আহসান দাকসা। বের হওয়ার মাত্রই তিনি এক বিস্ফোরক হামলার শিকার হন। এই হামলায় ইসরায়েলের আরও ২ সেনা গুরুতর আহত হয়েছে বলেও জানিয়েছেন হ্যাগারি।
৪১ বছর বয়সী ডাকসা আইডিএফ-এ সবচেয়ে সিনিয়র অফিসারদের একজন ছিলেন। তিনি ইসরায়েলের দ্রুজ সম্প্রদায়ের সদস্য। এ নিয়ে মোট ছয়জন আইডিএফ কর্নেল যুদ্ধে নিহত হয়েছে। যাদের মধ্যে ৪জন গত ৭ অক্টোবর হামাসের হামলার সময় নিহত হয়েছিলেন।