1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

গাজায় চার জিম্মিকে উদ্ধার অভিযানে ২শ’ ফিলিস্তিনিকে হত্যা

  • আপডেট সময় রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৯৭
Hostage

ইসরায়েলি সামরিক বাহিনী মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরে একটি বিশেষ অভিযান চালিয়ে চার জিম্মিকে উদ্ধার করেছে। তবে এই উদ্ধার অভিযানে কমপক্ষে ২৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শনিবার (৮ জুন) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই ভয়াবহ অভিযানে ৪শ’ ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, জিম্মিরা হলেন নোয়া আরগামানি, আলমোগ মেইর জান, আন্দ্রে কোজলভ এবং শ্লোমি জিভক। তাদেরকে ইসরায়েলের সামরিক, গোয়েন্দা এবং বিশেষ বাহিনী নুসিরাতের দুটি পৃথক স্থান থেকে উদ্ধার করেছে।

গত ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে চারজনকেই অপহরণ করেছিল হামাস। আইডিএফ-এর দাবি, “তারা সবাই ভালো চিকিৎসায় রয়েছে এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য তেল-হাশোমার মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়েছে।”

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, শনিবারের উদ্ধার অভিযানে সন্ত্রাসবিরোধী বিশেষ ইউনিটের একজন ইসরায়েলি পুলিশ সদস্যও ওই অভিযানে নিহত হয়েছেন।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x