নাটোরে পুলিশি তল্লাশিতে গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের মিললো প্রায় ৩৭ লাখ টাকা। এসময় তাকে হেফাজতে নেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে নাটোরের সিংড়ায় এই ঘটনা ঘটে।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলছিল। রাজশাহীগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। সন্ধান পাওয়া যায় বিপুল টাকার। এসময় গাড়িতে থাকা সাবিউল নিজেকে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে পরিচয় দেন। পরে, সেনাবাহিনী ও প্রশাসনের উপস্থিতিতে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। এগুলো জমি বিক্রির টাকা বলে দাবি করেন সামিউল।
তিনি আরও জানান, সাবিউল ইসলামকে এখনও আটক দেখানো হয়নি। বিষয়টি দুদকে জানানো হয়েছে।