ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, যদি কোনো ফেডারেশন কোনো ধরনের খেলাধুলা করতে চায় তাহলে ডিএনসিসি অর্থ দিয়ে সহায়তা করবে।
শনিবার (৮ জুন) সকালে পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত বাইসাইকেল র্যালি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মেয়র বলেন, মন, দেশ ও শহরকে সুস্থ রাখতে খেলাধুলা কোনো বিকল্প নেই। তাই তরুণ সমাজকে মাদকমুক্ত করতে নিয়মিত খেলাধুলা প্রয়োজন।
তিনি আরও বলেন, রাস্তায় যানজটের কারণে বাচ্চারা সাইকেল নিয়ে বের হতে ভয় পায়। তাই সাইকেলের জন্য আলাদা লেন হলে তা সবাইকে মেইনটেন করার আহ্বান জানান তিনি। বলেন, রাজধানীতে সাইকেল লেন তৈরিতে কাজ করছে সিটি করপোরেশন। এছাড়া, মাসে ২ দিন সাইকেলিং এর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, আয়োজিত বাইসাইকেল র্যালিটি জাতীয় সংসদ ভবন থেকে গুলশান-২ গোলচত্বর গিয়ে শেষ হয়।