1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম

ক্রাউডফান্ডিংয়ে কত টাকা অনুদান পেলো এনসিপি

  • আপডেট সময় বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৪৩
Ncp 1

সদ্য শুরু হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রাউডফান্ডিং উদ্যোগ ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ ঈদের ছুটির মধ্যে বেশ সাড়া পেয়েছে।

গত ৫ জুন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে ৩ হাজার ২৬৫ জন নাগরিক মিলিতভাবে মোট তের লাখ একাশি হাজার আটশত দশ টাকা অনুদান পাঠিয়েছেন। এমন তথ্য নিশ্চিত করেছেন দলটির যুগ্ম সদস্য সচিব (কোষাধ্যক্ষ) এস এম সাইফ মোস্তাফিজ।

বুধবার (১০ জুন) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেয়া এক পোস্টে তিনি এমন তথ্য জানান।

কোষাধ্যক্ষের দেয়া তথ্য অনুযায়ী, সংগৃহীত অনুদানের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার টাকা এনসিপির ওয়েবসাইটের মাধ্যমে, ৪ লাখ ৯৮ হাজার ২১৪ টাকা সিটি ব্যাংকের মাধ্যমে এবং ১ লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা ইসলামী ব্যাংকের মাধ্যমে জমা পড়েছে।

Image 35

সাইফ মোস্তাফিজ তার পোস্টে প্রবাসে বসবাসরত বাংলাদেশি ভাইবোনদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা এই ক্রাউডফান্ডিংয়ে অনুদান দেয়ার জন্য যোগাযোগ করছেন।

তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই নিবন্ধন এবং কিছু প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রবাসীরাও এনসিপির ওয়েবসাইটে (donate.ncpbd.org) অনুদান পাঠাতে পারবেন।

পোস্টে অনুদানদাতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে তাদের ওয়েবসাইট এবং অন্যান্য মাধ্যমগুলোতে আরও বেশি সমর্থন পাওয়া যাবে।

ক্রাউডফান্ডিংয়ের আপডেট বিষয়ে মোস্তাফিজ যমুনা টেলিভিশনকে বলেন, জনগণের যে আমানত আমাদের কাছে আসছে স্বচ্ছ রাজনীতির জন্য, সেটা নিশ্চিত করার জন্য আমরা নিয়মিত আপডেট দেব। এনসিপির ওয়েবসাইটেই ধীরে ধীরে ক্রাউড ফান্ডিং, আয়-ব্যয়সহ সকল আপডেট অটোমেটেড পাওয়া যাবে।

এর আগে, গত বুধবার (৪ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউডফান্ডিং কার্যক্রমের ঘোষণা দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ৫ জুন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com