1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম

কোনো অবস্থায় বাংলাদেশ শ্রীলঙ্কা হতে চায় না: কাদের

  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১০৩
Kader Pic 1024x576

অর্থনৈতিক সংকট মাথায় রেখে পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন করতে হবে। কোনো অবস্থায় বাংলাদেশ শ্রীলঙ্কা হতে চায় না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৭ জুলাই) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, ভালো কাজের জন্য পুরস্কার আর খারাপের জন্য শাস্তি পেতে হবে। মন্ত্রী ও সচিবরা সৎ থাকলে দুর্নীতি হবে না।

সেতু মন্ত্রী বলেন, পদ্মা সেতুতে ১ হাজার ৮৩৫ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। মেঘনা গোমতীসহ তিন সেতুতে ১১০০ কোটি টাকা সেভ করা হয়েছে। যারা মেগাপ্রকল্পে মেগা দুর্নীতির কথা বলে, তাদের বলতে চাই, পদ্মা সেতুতে ১৮৩৫ কোটি টাকা সেভ করেছি। মেঘনা গোমতীসহ তিন সেতুতে ১১০০ কোটি টাকা সেভ করেছি। সরকার মেগা দুর্নীতি করে না, মেগা সেভ করে।

কোটা আন্দোলন প্রসঙ্গে কাদের বলেন, সরকার কোটা ও শিক্ষকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সময়মতো সমস্যার সমাধান হয়ে যাবে। শিক্ষার্থীদের যে দাবিতে আন্দোলন করছে এটা সরকারের সিদ্ধান্ত। কিন্তু এটা এখন আদালতের বিষয়। এর উপরে তো আমরা কিছু করতে পারি না।

তিনি বলেন, পেনশন আন্দোলন নিয়ে শিক্ষকদের সাথে যোগাযোগ আছে। সময়মতো তাদের সমস্যার সমাধান হবে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com