কুষ্টিয়া প্রেস ক্লাবের (কেপিসি) দ্বি-বার্ষিক নির্বাচনে আবারো রাশেদুল ইসলাম বিপ্লব সভাপতি ও সোহেল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রেস ক্লাব চত্বরে শনিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১০টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
জেলার সিনিয়র তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম এ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরূপ মহুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার ছিলেন সার্বক্ষণিক দায়িত্বে।
নির্বাচনে ২৩টি পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২২০ জন ভোটারের মধ্যে ২১২ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
ফলাফলে সভাপতি পদে নাগরিক টিভির রাশেদুল ইসলাম বিপ্লব ২০৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী দৈনিক পূর্বাভাসের শৈবাল আদিত্য পান ৬ ভোট। সহ-সভাপতি পদে ১৩৮ ভোট পেয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের মিলন উল্লাহ, ১৩৭ ভোট পেয়ে আরটিভির শেখ হাসান বেলাল ও ৮৮ ভোট পেয়ে ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’র মীর আল আরেফিন বাবু নির্বাচিত হন।
১৬২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিটিভির সোহেল রানা। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ সমাচার’র শাহ আলম রেজা পেয়েছেন ২০ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নিউ নেশন পত্রিকার আফরোজা আক্তার ডিউ ২০৭ ভোট, সংবাদ সারাবেলার মাহমুদ হাসান ১৭১ ভোট ও দৈনিক মুক্ত খবরের আখতারুজ্জামান মৃধা পলাশ ১৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
১৮১ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন জনপ্রিয় স্যাটেলাইট টিভি আনন্দ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি ফিরোজ কায়সার । কোষাধ্যক্ষ পদে ১১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক সময়ের আলো পত্রিকার ইসমাইল হোসেন। দপ্তর সম্পাদক পদে ১১৪ ভোট পেয়ে দৈনিক নবচেতনার এসএম ওয়ালিদুজ্জামান শুভ নির্বাচিত হন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১৪৭ ভোট পেয়ে ঢাকা টাইমস’র এইচএম বেলাল নির্বাচিত হয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক প্রাইম’র জাহিদুল হক ডন নির্বাচিত হয়েছেন।
গবেষণা সম্পাদক পদে ১১৫ ভোট পেয়ে দৈনিক গণমুক্তির হাফিজুর রহমান জীবন নির্বাচিত হয়েছেন। ধর্মীয় সম্পাদক পদে ১২৮ ভোট পেয়ে দৈনিক গণকন্ঠের সাঈফ উদ্দিন আল আজাদ নির্বাচিত হয়েছেন। ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১৮০ ভোট পেয়ে একুশে সংবাদ’র আকতার উন নবী মনা নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে ১২৬ ভোট পেয়ে এনটিভির সাবিনা ইয়াসমিন শ্যামলী, ১১৯ ভোট পেয়ে নিউজ টুয়েন্টিফোর টিভির জাহিদুজ্জামান, ১১৮ ভোট পেয়ে দৈনিক সাগরখালীর সোহাগ আহমেদ, ১১৭ ভোট পেয়ে মোহনা টিভির মিলন খন্দকার, ১০৭ ভোট পেয়ে নেক্সাস টিভির কেএম শাহিন রেজা, ১০১ ভোট পেয়ে চ্যানেল এস’র সেলিম রেজা রনি ও ৯১ ভোট পেয়ে এশিয়ান টিভির ফয়সাল চৌধুরী জয়লাভ করেছেন।