বলিউড ছেড়ে অনেকদিন, তবু শিরোনামে থাকেন প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাস ও হলিউড নিয়েই ব্যস্ত তিনি। তবে গুঞ্জন রয়েছে, দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির নতুন ছবিতে দেখা যাবে তাকে।
ক্যারিয়ারের শুরুতে নানা বাধার মুখে পড়তে হয়েছিল প্রিয়াঙ্কাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরোনো এক অপ্রীতিকর অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। বয়স তখন মাত্র ১৯। এক শয্যাদৃশ্যের শুটিং চলছিল, যেখানে তিনি অন্তর্বাস পরে চাদরের নিচে ছিলেন। নিজেকে আড়াল করার চেষ্টা করলেও পরিচালক চিৎকার করে বলেন, “ক্যামেরায় তোমার অন্তর্বাস দেখাও, না হলে কেউ সিনেমা দেখতে আসবে না।”
পরিচালকের এমন কথা শুনে হতবাক হয়েছিলেন প্রিয়াঙ্কা। সঙ্গে সঙ্গেই সেই ছবি ছেড়ে দেন। “ভাবতেও পারিনি কেউ এভাবে বলতে পারে। এত বছর পরেও সেই স্মৃতি একেবারে তাজা,” বলেন তিনি।
শোনা গিয়েছিল, ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবিতে ফিরবেন প্রিয়াঙ্কা, যেখানে ক্যাটরিনা-আলিয়াও থাকার কথা ছিল। তবে ছবির কাজ বন্ধ হওয়ায়, এবার রাজামৌলির ছবির মাধ্যমেই ভারতীয় সিনেমায় ফিরছেন তিনি।