কারাগারে নিরাপত্তা সংক্রান্ত গৃহীত বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবে কারা অধিদপ্তর। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কারা অধিদপ্তরের বকশি বাজার কনফারেন্স রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় কারা অধিদপ্তরের কনফারেন্স রুমে মিডিয়া কর্মীদের সঙ্গে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন মতবিনিময় করবেন।
এতে আরও বলা হয়, বিষয়টি সকল প্রকার সংবাদ মাধ্যম কর্মীকে অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।