1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  3. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ রোহিঙ্গা নিহত

  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২
  • ১৬৮

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই রোহিঙ্গা নিহত ও আরও চারজন আহত হয়েছেন।

সোমবার (২০ জুন) সকালে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক যাহেদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন সকাল ৮টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, আজ সোমবার সকালে অটোরিকশা যাত্রী নিয়ে টেকনাফের হোয়াইক্যংর দিকে যাচ্ছিল। অটোরিকশাটি তেচ্ছিব্রিজ এলাকার সড়কের বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে অটোরিকশায় থাকা দুই রোহিঙ্গা নিহত হয়। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চারজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছেন।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক যাহেদ হাসান জানান, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরো খবর