1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম: মাহি

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৪৯
Samira mahi dhakaprokash 20250415185556

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন আগে অভিনেত্রী সামিরা খান মাহির নাচের ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে সাহসী পোশাকে দেখা যায় তাকে। ভিডিওটি অন্তর্জালে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।

ভিডিওতে মাহিকে দেখা যায় একদম বডি-ফিটিং পোশাকে পারফর্ম করতে। অনেকেই একে বলছেন ‘দৃষ্টিকটূ’, আবার কারও মতে ‘লাইভ ফ্যাশন ডিজাস্টার’। কেউ তো সরাসরি লিখেছেন, ‘ড্রেসটা এতটাই টাইট, মনে হচ্ছে নিশ্বাস নিলেই ফেটে যাবে!’ সমালোচনার মুখে মাহির ব্যাখ্যাও এসেছে। তিনি বলেন, ‘অনেকে ভাবছে আমি কিছুই পরিনি! কিন্তু কস্টিউমের নিচে আমি আরও দুইটা জামা পরেছিলাম!’ তার এই মন্তব্য ঘিরে নতুন করে হাস্যরসের জন্ম দিয়েছে নেটদুনিয়ায়। কেউ বলছেন, ‘দুইটা জামা পরে এমন লুক হলে, একটাও না পরলে কী হতো?’

এদিকে মাহি দায় চাপিয়েছেন, ভিডিওটি যে ব্যক্তি প্রকাশ করেছেন তার ওপরে। ইচ্ছাকৃতভাবে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করতেই এই নাচের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি এই অভিনেত্রীর।

নাচের খণ্ডিত অংশ প্রকাশ করা হয়েছে। তা জানিয়ে সামিরা খান মাহি বলেন, আমি ইভেন্টে অংশ নিয়ে এক ঘণ্টার মতো পারফর্ম করি। পুরো নাচের মধ্যে অনেকগুলো মুদ্রা ছিল কিন্তু সেখান থেকে কিছু অংশ নিয়ে সেটা জুম করে কেউ পাবলিশ করেছে, যেটা দেখতেও খুব বাজে লেগেছে। এমনটা করা মোটেও উচিত না।

বিতর্কিত পোশাক নিয়ে সামিরা খান মাহি বলেন, অনেকের মনে হয়েছে, নাচের কস্টিউমের নিচে কিছুই পরিনি। কিন্তু তা না। নাচের কস্টিউমের ভেতরে আরো দুইটা জামা পরেছিলাম। যেহেতু কস্টিউম একদম বডি ফিটিং সেজন্য হয়তো এমন লেগেছে।

কিছু সংকটের কথা জানিয়ে মাহি বলেন, আমাদের তো নিজস্ব কস্টিউম ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট নেই। যে কারণে চাইলেও সবকিছু করতে পারি না। এছাড়া এই কস্টিউমটাও পেয়েছিল পারফরম্যান্সের মাত্র একদিন আগে। যে কারণে পরিবর্তন করারও সময় ছিল না।

অনেকে বিষয়টিকে ‘পাবলিসিটি স্টান্ট’ বলেও মনে করছেন। একজন লিখেছেন, ‘আগে যারা নাচতো তারা ছিল ‘নৃত্যশিল্পী’, এখন যারা নাচে তারা হয় ‘ট্রেন্ডিং টপিক’।

বর্তমানে মাহির ওই ভিডিও এবং তার দেওয়া বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল বিতর্ক। কেউ বলছেন ‘ওভার রিঅ্যাক্ট করছে’, কেউ আবার মনে করছেন ‘শিল্পীর প্রতি অন্যায় আচরণ হচ্ছে’। তবে এক বিষয়ে সবাই একমত— মাহির এই পারফরম্যান্স, বিতর্ক ও ব্যাখ্যা তাকে আবারও এনে দিয়েছে আলোচনার কেন্দ্রে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com