নিজস্ব প্রতিবেদক | ৩ জুন ২০২৫
চলতি বাজেট বক্তৃতায় ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম ও ই-কমার্স খাতকে ঘিরে নতুন করের ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এতে করে ঘরে বসে বিনোদন ও অনলাইন কেনাকাটা উভয় ক্ষেত্রেই ব্যয় বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে ওটিটি (Over The Top) প্ল্যাটফর্ম- যেমন নাটক, সিনেমা কিংবা ওয়েব সিরিজ দেখা। আজকের প্রস্তাবিত বাজেটে এসব ডিজিটাল বিনোদন সেবার ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। ফলে যেসব গ্রাহক নিয়মিত সাবস্ক্রিপশন ফি দিয়ে ওটিটি কনটেন্ট উপভোগ করেন, তাদের জন্য খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে।
তবে সংশ্লিষ্টরা বলছেন, যদি ওটিটি প্রতিষ্ঠানগুলো নিজেদের সাবস্ক্রিপশন ফি না বাড়ায়, তাহলে সরাসরি গ্রাহকের ওপর বাড়তি চাপ না-ও আসতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানগুলো ওই শুল্কের বোঝা পুষিয়ে নিতে গ্রাহক ফি বাড়াতে পারে।
ই-কমার্স বা অনলাইন শপিং প্ল্যাটফর্মেও আসছে বড় ধরনের পরিবর্তন। বর্তমানে পণ্য বিক্রিতে ই-প্ল্যাটফর্মের নেওয়া কমিশনের ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপ রয়েছে। প্রস্তাবিত বাজেটে এই হার বাড়িয়ে ১৫ শতাংশ করার কথা বলা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের প্রস্তাব অনুযায়ী, কমিশনের ওপর এ বাড়তি ভ্যাটের ফলে অনলাইন পণ্য বা সেবা কেনাকাটায় দাম বেড়ে যেতে পারে, বিশেষ করে যেসব পণ্যের দাম আগে থেকেই তুলনামূলক বেশি। এতে ভোক্তারা যেমন বাড়তি খরচের মুখে পড়বেন, তেমনি ই-কমার্স প্ল্যাটফর্মগুলোও সাময়িক চাপ অনুভব করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল ইকোনমিতে রাজস্ব আয় বাড়ানোর জন্য এ উদ্যোগ যৌক্তিক হলেও, এর বাস্তবায়ন হতে হবে ধাপে ধাপে ও সুপরিকল্পিতভাবে, নচেৎ ভোক্তাদের ওপর বাড়তি চাপ পড়ে যেতে পারে।