1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

এমবাপ্পেকে ছাড়াই ইসরায়েলের জালে গোল উৎসব ফ্রান্সের

  • আপডেট সময় শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৫
Image 294986 1728629804

হার দিয়ে ইউরোপা নেশন্স কাপ শুরু করেলেও দারুণভাবে ঘুরে দাড়িয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতেও ইসরায়েলের জালে গোল উৎসব করে নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল দিদিয়ে দেশমের দল। এদুয়ার্দো কামাভিঙ্গা, ক্রিস্টোফার এনকুনকু, মাতেও গেনদুজি ও ব্রাডলি বার্কোলার গোলে ইসরায়েলের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) হাঙ্গেরির বুদাপেস্টে ইসরায়েলের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রতিপক্ষের ভুলে এগিয়ে যায় ফ্রান্স। বক্সের বাইরে থেকে কামাভিঙ্গার শট ইসরায়েল গোলরক্ষক ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি, জড়ায় জালে। জাতীয় দলের জার্সিতে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার কামাভিঙ্গার দ্বিতীয় গোল এটি।

তবে ২৪তম মিনিটে সমতায় ফেরে ইসরায়েল। সতীর্থের ক্রসে বক্সে হেডে গোলটি করেন ওমরি। এর মিনিট চারএক পরই লিড পুনরুদ্ধার করে ফ্রান্স। কামাভিঙ্গার পাস বক্সের বাইরে পেয়ে প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে ভেতরে ঢুকে কাছ থেকে শটে জাল খুঁজে নেন এনকুনকু। ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।

দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখে ফরাসিরা। তবে গলের দেখা পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় দিদিয়ে দেশমের দলকে। তবে ৮৭ থেকে ৮৯, তিন মিনিটের মধ্যে তারা গোল পায় দুটি। দ্বিতীয়ার্ধে বদলি নেমে গোল দুটি করেন গেনদুজি ও বার্কোলা। ফলে ৪-১ গোলের বড় জয় দিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।

তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালি। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রান্স। তিন নম্বরে বেলজিয়ামের ৪ পয়েন্ট। ইসরায়েল এখনও পয়েন্ট পায়নি।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x