1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

এবার সরাসরি চুক্তিতে জিম্বাবুয়ের টি-টেন লিগে রিশাদ

  • আপডেট সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪
Rishad

এবার টি-টেন লিগে দল পেলেন টাইগার লেগস্পিনার রিশাদ হোসেন। জিম-আফ্রো টি-টেন লিগের হারারে বোল্টস তাকে ড্রাফটের আগে সরাসরি দলে ভিড়িয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ বোলিংয়ের সুবাদে একের পর এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ডাক পাচ্ছেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার রিশাদ। আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে জিম্বাবুয়ের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তার আগে রোববার ড্রাফট থেকে খেলোয়াড় টানবে দলগুলো।

ছয়টি ফ্র্যাঞ্চাইজি সরাসরি ভিত্তিতে তাদের পছন্দের ক্রিকেটারদের নাম তালিকায় যুক্ত করে নিয়েছে। যেখানে রিশাদ ছাড়াও সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার, ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাথওয়েট, ইংল্যান্ডের ডেভিড উইলি ও ডেভিড মালানরাও আছেন। সরাসরি ভিত্তিতে হারারে বোল্টস রিশাদ হোসেনের সঙ্গে দাসুন শানাকা, জেমস নিশাম, জর্জ মুনশি, সেহান জয়সুরিয়া ও কেনার লুইসকে দলে নিয়েছে।

এর আগে, বিশ্বকাপে দারুণ বোলিংয়ের পরপরই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে ডাক পান রিশাদ। যদিও ওই সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে তার আর লিগটিতে খেলা হয়নি। সম্প্রতি তাকে দলে ভেড়ায় বিগ ব্যাশের দল হোবার্ট।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x