1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

এবার ছাদ ভেঙে আহত অর্জুন কাপুরসহ ৬ জন

  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৫১
Img 20250118 142210

নতুন বছরের শুরুতেই বলি পাড়ায় বিপত্তি যেনো কাটছেই না। বলিউড নবাব খ্যাত সাইফ আলি খানকে ছুরিকাঘাতের ঘটনার আতঙ্কে আছেন সবাই। সেই রেশ কাটতে না কাটতেই এবার দুর্ঘটনার সম্মুখীন অর্জুন কাপুর। ছাদ ভেঙে গুরুতর আহত অভিনেতা।

জানা গেছে, মুম্বইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে আসন্ন সিনেমা ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র শুটিং করছিলেন অর্জুন। সেই সেটেই ছাদের একটা বড় অংশ ভেঙে পড়ে। এর জেরে শুধু অর্জুন নন, সহ-অভিনেতা জ্যাকি ভাগনানি এবং পরিচালক মুদাসসির আজিজও আহত হয়েছেন। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনো জানা যায়নি।

কোরিওগ্রাফার বিজয় গঙ্গোপাধ্যায় বলেন, আমার চোখ তখন মনিটরে। আচমকাই দেখি ছাদ ভেঙে পড়ল। ঈশ্বরের কৃপায় গোটা ছাদটা ভেঙে পড়েনি। তাহলে আরও বড় বিপদ হতে পারত। তবে অর্জুনসহ অনেকেই মারাত্মক আহত হয়েছেন। প্রযোজনা সংস্থার সুরক্ষা নিশ্চিত করে ভেবে এ ধরনের পুরনো বাড়ি আমরা প্রায়শই লোকেশন হিসেবে ব্যবহার করি।

এদিকে, ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের অশোক দুবে জানান, যেহেতু দীর্ঘদিন ধরে বাড়িটিতে শুট চলছিল, তাই অতিরিক্ত শব্দের ভাইব্রেশনেই হয়তো এমন ঘটনা ঘটেছে। অশোক নিজেও কনুই এবং মাথায় আঘাত পেয়েছেন। ডিওপি মনু আনন্দের হাতের বুড়ো আঙুল ভেঙে গেছে। আরেক ক্যামেরা সহকারী মেরুদণ্ডে প্রচণ্ড চোট পেয়েছেন। তবে সকলে যে প্রাণে বেঁচে গেছেন, সে কথাও উল্লেখ করেন তিনি।

ঘটনাটিমহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, বিএমসিকে অবহিত করা হয়েছে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x