রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেকটা দারুণভাবে রাঙালেন এন্দ্রিক। ব্রাজিলিয়ান এই তরুণ ফরোয়ার্ডের নৈপুণ্যে লা লিগায় রিয়াল ভায়াদলিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
গতকাল রবিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সবগুলো গোলই দিয়েছে দ্বিতীয়ার্ধে। যেখানে ফেদেরিকো ভালভের্দে দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান ব্রাহিম দিয়াস। আর যোগ করা সময়ে তৃতীয় গোলটি করে রেয়ালের জার্সিতে অভিষেক রাঙান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক।
তবে রিয়ালের হয়ে ঘরের মাঠে নিজের প্রথম ম্যাচে অনেক সুযোগ পেলেও গোল পাননি কিলিয়ান এমবাপ্পে। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে ফরাসি তারকার বদলি নেমে জালের দেখা পান ১৮ বছর বয়সী এন্দ্রিক।
এদিন প্রথমার্ধ অনেক চেষ্টা করেও অবশ্য কোনো গোলের দেখা পায়নি রিয়াল। তবে বিরতির পর ৫০তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় দলটি। ভালভের্দের নিচু ফ্রি-কিক প্রতিপক্ষের একজনের পায়ে লেগে জালে জড়ায়।
ম্যাচের ৮৮তম মিনিটে জয় একরকম নিশ্চিত করে ফেলেন ব্রাহিম। নিজেদের বক্সের সামনে থেকে উঁচু করে বল বাড়ান ডিফেন্ডার এদের মিলিতাও। অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে কোনাকুনি চিপ শটে বল জালে পাঠান ৬৯তম মিনিটে গিলেরের বদলি নামা ব্রাহিম।
আর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে জালের দেখা পান এন্দ্রিক। দিয়াসের পাস বক্সের বাইরে পান তিনি, প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে ভেতরে ঢুকে নিচু শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তরুণ প্রতিভা।