মত পরির্বতন করে ভোটে আসলে বিএনপিকে আওয়ামী লীগ স্বাগত জানাবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনও সময় আছে, নির্বাচনে আসুন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ বলেন, জনগণের ভোট ছাড়া কখনওই ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ গণমানুষের জন্য কাজ করে, হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করে না।