1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  3. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

এক চুমুর জন্য ৭২ লাখ টাকা!

  • আপডেট সময় বুধবার, ২০ এপ্রিল, ২০১৬
  • ৩০৪
52

রিকি মার্টিন এবং অ্যানা পাওলো দিনি

বিনোদন ডেস্ক : প্রিয় তারকাকে নিয়ে ভক্তদের পাগলামির শেষ থাকে না। তেমনি এক ভক্ত জনপ্রিয় পুয়ের্তো রিকান গায়ক রিকি মার্টিনের একটি চুমুর জন্য খরচ করলেন ৯০ হাজার মার্কিন ডলার (৭২ লাখ টাকা)।

সম্প্রতি ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সাও পাওলোতে একটি নিলামের আয়োজন করা হয়। এই নিলামের মূল উদ্দেশ্য এইডস নিয়ে গবেষণা করে এমন একটি দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহ। আর সেখানে সর্বোচ্চ নিলামকারীর জন্য পুরস্কার ঘোষণা করা হয় বিশ্বখ্যাত গায়ক রিকি মার্টিনের একটি চুমু।

প্রিয় তারকার চুমুর সুযোগ হাতছাড়া করতে চাননি অ্যানা পাওলো দিনি নামের সেই ভক্ত। নিলামে সর্বোচ্চ ৯০ হাজার মার্কিন ডলার খরচ করে জিতে নিয়েছেন রিকি মার্টিনকে চুমু খাওয়ার সুযোগ। এদিকে রিকি মার্টিনও হতাশ করেননি তার ভক্তকে। ভক্তকে জড়িয়ে ধরে বেশ গাঢ় একটি চুমু দেন এ তারকা।

 

এর আগে অনুষ্ঠানের লালগালিচায় বর্তমান প্রেমিক জোয়ান ইওসেফকে নিয়ে হাজির হয়েছিলেন রিকি মার্টিন। ইওসেফ সিরিয়ান বংশোদ্ভূত একজন চিত্রশিল্পী। তবে বড় হয়েছেন সুইডেনে। বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মডেল নাওমি ক্যাম্পবেল, কেট মস এবং ফ্যাশন ডিজাইনার মার্ক জ্যাকব।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com