1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম
কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ ঢাকার সঙ্গে সুসম্পর্ক তৈরিতে বদ্ধপরিকর দিল্লি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে ভারত থেকে ষড়যন্ত্র চলছে: নুর ড. ইউনূসের নোবেল নিয়ে আপত্তিকর মন্তব্য পশ্চিমবঙ্গের স্পিকারের বিয়ে করলেন মডেল ও অভিনেত্রী তানজিকা পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু বর্তমান সরকার ব্যর্থ হলে বড় বিদ্রোহ হবে: জ্বালানি উপদেষ্টা শেখ হাসিনা অবৈধভাবে ভারতে অবস্থান করে ষড়যন্ত্র করছে: খন্দকার মোশাররফ লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি গ্লোবাল সুপার লিগে লাহোরকে হারিয়ে ফাইনালে রংপুর

‘এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের র‍্যাম্প প্রধানমন্ত্রীর ঈদ উপহার’

  • আপডেট সময় বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১১৩
Oka 5

রাজধানীর কারওয়ান বাজারে এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের ডাউন র‍্যাম্প চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। এ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটা নগরবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার।

আজ বুধবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে কারওয়ান বাজারে এফডিসি অংশের র‍্যাম্প উন্মুক্তকরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচলের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। এর চেয়ে বেশি গতিতে যানবাহন চলানো যাবে না। এক্সপ্রেসওয়েতে থ্রি-হুইলার, মোটরসাইকেল, বাইসাইকেল এবং পথচারী চলাচল করতে পারবে না।

ওবায়দুল কাদের আরও বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। র‍্যাম্পসহ এর দৈর্ঘ্য দাঁড়াবে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। পুরো কাজ শেষ হলে মোট ৩১টি র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে যানবাহন ওঠানামার সুযোগ হবে। বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল অগ্রগতি ৭২ দশমিক ৫১ শতাংশ বলে জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, চলতি বছর পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন সম্ভব হবে না। আগামী বছরের প্রথম দিকে পুরোটা খুলে দেয়া হবে। কিছুটা সময় নেয়া হচ্ছে। তার আগেও খুলে দেয়া হতে পারে। কাজের গতি নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই বলে জানান তিনি।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি অংশে নামার সংযোগ সড়ক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এই র‍্যাম্প চালুর ফলে উত্তরা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আসা গাড়ি এখন থেকে মগবাজার, হাতিরঝিল ও কারওয়ান বাজার এলাকায় নামতে পারবে।

প্রসঙ্গত, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির রুট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত।

উদ্বোধনের ছয় মাস পর আজ ১৬তম র‍্যাম্প হিসেবে এফডিসি অংশটি খুলে দেয়া হলো। এর মাধ্যমে এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্বিতীয় অংশ চালুর সূচনা হয়েছে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x