ফুটবল মানেই আবেগ, ফুটবল মানেই কোটি মানুষের অনুভূতি। রোমাঞ্চ-উত্তেজনায় হারিয়ে যাওয়ার উপাখ্যান। জয়-পরাজয় ছাপিয়ে সমর্থকদের মাঝে থাকে এক অফুরাণ উদ্দীপনা। চলতি দশকে বেশ কিছু বড় ঘটনার সাক্ষী পুরো বিশ্ব। ফুটবল জগতেও হয়েছে বেশ কিছু নতুন রেকর্ড।
এই দশকেই ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করেছে আর্জেন্টিনা। এরমাঝে দুবার কোপা আমেরিকা শিরোপাও জিতেছে তারা, সঙ্গে আছে একটি ফিনালিসিমার ট্রফিও।
এ ছাড়া জয়ের পরিসংখ্যানও বলছে, এই দশকে এখন পর্যন্ত সবচেয়ে আধিপত্য বিস্তার করা দলটির নাম আর্জেন্টিনা। ট্রান্সফারমার্কেটের ১০ অক্টোবর পর্যন্ত করা হিসাব অনুযায়ী, এ সময়ে সবচেয়ে বেশি ৪৮ ম্যাচ জিতেছেন মেসিরা।
এ তালিকায় দ্বিতীয় নামটি অবশ্য একটু অবাক করার মতোই। দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ জেতা দলটি মরক্কো। কাতার বিশ্বকাপে সেমিফাইনালে খেলা দলটি জিতেছে ৪৫ ম্যাচ। আর তিনে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল জিতেছে ৪১ ম্যাচ, যদিও এ সময়ে কোনো শিরোপা জেতা হয়নি দেশটির।
তবে অবাক করার মতো ব্যাপার হচ্ছে, এই তালিকার সেরা দশে নেই ব্রাজিল, ফ্রান্স, কিংবা জার্মানি। এর মধ্যে ব্রাজিল আছে একদম ব্যাকফুটে। বিপর্যয়ের মধ্যে থাকা ব্রাজিল ম্যাচ জয়ের তালিকায় আছে ২১ নম্বরে। ১১ অক্টোবর পর্যন্ত ৫৩ ম্যাচ খেলে তারা জিতেছে ৩৪ ম্যাচে। আরেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির অবস্থা অবশ্য আরও খারাপ। ৫৮ ম্যাচে তাদের জয় ২৮টিতে, অবস্থান ৩২ নম্বরে।