1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

উয়েফার বিশেষ পুরস্কার পাচ্ছেন রোনালদো

  • আপডেট সময় বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৩৭
Cr7 1 1024x576

বছর দুয়েক আগে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে সৌদিতে পাড়ি দিয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ইউরোপ ছাড়ার আগে চ্যাম্পিয়নস লিগে এমন এক রেকর্ড গড়ে গেছেন রোনালদো, যা এখনও কেউ তা ভাঙতে পারেননি। বর্তমানে সৌদি ক্লাব আল নাসরে খেললেও, ইউরোপে ‘সিআর সেভেনের’ অনবদ্য সাফল্যের স্বীকৃতি দিতে যাচ্ছে উয়েফা।

ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে রোনালদোকে তার অবদানের জন্য পুরস্কার দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। মোনাকোয় আগামীকাল ২০২৪–২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে রোনালদোর হাতে পুরস্কার তুলে দেবেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এই ড্র অনুষ্ঠান।

উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন বলেন, ক্রিস্টিয়ানো রোনালদো উয়েফা চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সেরা তারকাদের একজন। এ প্রতিযোগিতায় গোল করায় তার অসাধারণ অর্জন আরও অনেক দিন পর্যন্ত অধরা থেকে যাবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার এই রেকর্ড অতিক্রম করা উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হয়ে থাকবে।

স্পোর্টিং লিসবনের হয়ে ক্যারিয়ার শুরু করা রোনালদো চ্যাম্পিয়নস লিগে ১৮৩ ম্যাচ খেলে গোল করেছেন সর্বোচ্চ ১৪০টি।

তালিকায় দ্বিতীয় স্থানে লিওনেল মেসি গোল করেছেন ১২৯টি। তৃতীয় রবার্ট লেভানদোভস্কির চেয়ে রোনালদো এগিয়ে আছেন ৪৬ গোলে। অদূর ভবিষ্যতে রোনালদোর গোলের রেকর্ড ভাঙার সম্ভাবনা অনেক কম।

ক্যারিয়ারে সাতটি আলাদা মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি আছে রোনালদোর। টানা ৩ টি ফাইনালে গোল করা একমাত্র খেলোয়াড় তিনি ৫ শিরোপার ১টি রোনালদো জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এবং বাকি চারটি জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে।

রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছেন সেফেরিন, তার নিবেদন,খেলার প্রতি ভালোবাসাকে সবার জন্য আদর্শ বলে অভিমত উয়েফা প্রধানের।

তিনি বলেন, দুই দশকের বেশি সময় ধরে গোল করায় এবং গোল উদযাপনের জন্য তারুণ্যের আবেগকে ধরে রেখে নিয়মিতভাবে নিজের খেলার বিকাশ ঘটিয়েছেন এবং নিজেকে শাণিত করেছেন। এই মঞ্চে তার পেশাদারিত্ব, নৈতিকতা, নিবেদন ইত্যাদি গুণাবলিগুলো সব ফুটবলারদের জন্য অনুকরণীয়।

সর্বোচ্চ গোলের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর এসিস্ট ৪২টি গোলে। এক মৌসুমে সর্বোচ্চ গোল করেছেন ১৭ টি, নক আউট পর্বে গোল ৬৭ টি। একমাত্র ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১১ ম্যাচে করেছেন গোল। লিওনেল মেসির সাথে যৌথভাবে সর্বোচ্চ ৮ টি হ্যাট্ট্রিক ও তার।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com