1. citymelaltd@gmail.com : আবু হেনা : আবু হেনা
  2. foysalmahmudbd9@gmail.com : ফয়সাল মাহমুদ : ফয়সাল মাহমুদ
  3. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  4. kkomol296@gmail.com : kamrul Hossain : kamrul Hossain
  5. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  6. nurulimran26@gmail.com : নুরুল ইমরান : নুরুল ইমরান
  7. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
ঈদের ছুটি বাড়ার কারণ জানালেন মন্ত্রিপরিষদ সচিব - প্রিয় আলো

ঈদের ছুটি বাড়ার কারণ জানালেন মন্ত্রিপরিষদ সচিব

  • আপডেট সময় সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৪৬
162428_bangladesh_pratidin_Mahbub_news

আসন্ন ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানো হয়েছে। আগামী ২৭ জুন থেকে শুরু হয়ে এই ছুটি চলবে ৩০ জুন পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৯ জুন) মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

ঈদের ছুটি বাড়ানো নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, সরকারি নির্বাহী আদেশে ঈদুল আজহা যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারে, সেজন্য প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ছুটি অনুমোদন দিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঈদের আগে সাধারণ ছুটি একদিন থাকে। একদিন ছুটি থাকলে অনেকেই একসঙ্গে রওনা করেন। গত ঈদে আমরা একদিন বাড়তি ছুটি দিয়েছিলাম, দেখেছি যে ট্রাফিক ম্যানেজমেন্টটা ঠিক থাকে। গত ঈদে দেখেছেন ট্রাফিক ব্যবস্থাপনাটা ভালোভাবে করা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যাতে সবাই সুন্দরভাবে বাড়ি যেতে পারে। সেজন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

একদিন ছুটি বাড়ায় বাৎসরিক ছুটির কোনো পরিবর্তন হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, এটার সিদ্ধান্ত হয়নি।

২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি। ১ জুলাই সাপ্তাহিক ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। ফলে সাধারণ ছুটি পড়বে চারদিন। আর একদিন বাড়ানো হলে সাপ্তাহিক ছুটিসহ তা পাঁচদিন হবে।

এর আগে ঈদে সাধারণ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। সরকারি ফোরামের সুপারিশের পাশাপাশি বেসরকারি ফোরাম যাত্রী কল্যাণ সমিতিও একদিন ছুটি বাড়ানোর দাবি জানিয়েছিল। ২৭ জুন এ ছুটি বাড়ানোর কথা বলেছিল তারা।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x