1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম
ফ্যাসিবাদীদের পলায়নে সহায়তাকারীরা বিমানবন্দরে এখনো বহাল তবিয়তে টিসিবির ১ কোটি ফ্যামিলি কার্ডধারীর ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা ইরানের সুপ্রিম কোর্টে ২ বিচারপতিকে গুলি করে হত্যা নারী ফুটবলারকে ‘মোটা’ বলায় নিষিদ্ধ ফেডারেশনের সভাপতি উপদেষ্টাদের সংস্কারের অধিকার কে দিয়েছে— প্রশ্ন বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনের ওষুধের ওপর থেকে ভ্যাট কমাতে সুপারিশ করা হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা অবিবেচকের মতো ভ্যাট হার বাড়ানো হয়েছে: ড. দেবপ্রিয় ৪০ মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩ বিদায়ী সংবাদ সম্মেলনে ব্লিনকেনকে কড়া প্রশ্ন করে নাজেহাল দুই সাংবাদিক

ইয়েমেনের বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের বোমা হামলা

  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৩৭
Israeli Planes 2501110810

ইয়েমেনের একটি বিদ্যুৎ কেন্দ্র ও দুটি বন্দরে যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধে শুক্রবার ইয়েমেনে এই হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। খবর রয়টার্সের।

হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে একজন নিহত এবং নয়জন আহত হয়েছেন।

হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আমাদের বিরুদ্ধে আগ্রাসনের দায়ে ইরান-সমর্থিত হুতি মিলিশিয়ারা চড়া মূল্য দিচ্ছে। হুতিদের বিরুদ্ধে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকবে।

হুতিদের পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ বলেছে, শুক্রবার রাজধানী সানার হেজিয়াজের প্রধান বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ১৩ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

আল-মাসিরাহ বলেছে, রাস ইসায় ধারাবাহিক বিমান হামলা হয়েছে। এছাড়া হুদাইদাহ বন্দরেও ছয় বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি ইয়েমেনের আমরান প্রদেশের হারফ সুফিয়ান জেলাও বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালানোর তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হুতিদের সামরিক কার্যক্রম পরিচালনায় বিদ্যুতের অন্যতম উৎস সানার হেজিয়াজের প্রধান বিদ্যুৎ কেন্দ্রকে নিশানা বানানো হয়েছে।

এদিকে, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে তিনটি ড্রোন এবং লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে হুতিরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলা চালানোর দাবি করেছেন।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতা গোষ্ঠী হামাসের সমর্থনের অংশ হিসেবে গত নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েল ও অন্যান্য পশ্চিমা দেশের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।

এর জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে গত বছরের জানুয়ারি থেকে হুতিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x