পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা ‘চূড়ান্ত বিক্ষোভ’ কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনায় ইমরান ও তার স্ত্রীসহ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টিরর নেতাকর্মীদের বিরুদ্ধে আট মামলা করেছে পাকিস্তান সরকার। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানসহ ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
ইসলামাবাদ পুলিশের পক্ষে বুধবার (২৭ নভেম্বর) এ মামলা করা হয়। যা নথিভুক্ত হয়েছে রাজধানী ইসলামাবাদের ৩টি থানায়। অভিযোগ আনা হয়েছে, পুলিশের ওপর হামলা, ১৪৪ ধারা লঙ্ঘনসহ সরকারি কাজে বাধা দিয়েছেন পিটিআই নেতাকর্মীরা।
গেলো সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দেয় পিটিআই। যা ঘিরে ব্যাপক সংঘাত-সহিংসতা ছড়ায়। বুধবার (২৭ নভেম্বর) ইসলামাবাদে পৌঁছানোর পর আধাসামরিক বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এ ঘটনায় গ্রেফতার হন ৪ হাজারের বেশি এবং প্রাণ হারান ৬ নিরাপত্তাকর্মী।
কমপক্ষে ৮ কর্মী নিহত হয়েছে বলে অভিযোগ পিটিআইয়ের। ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এই বিক্ষোভের নেতৃত্ব দেন।