ঘরের মাঠে নিউজিল্যান্ডকে প্রথম কোনো টেস্ট ম্যাচে হারিয়েছে বাংলাদেশ। ১৫০ রানের দাপুটে এই জয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করল টাইগাররা। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে ১২ পয়েন্ট পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। দাপুটে এই জয়ের ম্যাচে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শান্ত-মুশফিকরা। আর বল হাতে জয়ের গল্পে মূল নায়ক তাইজুল ইসলাম।
সিলেট টেস্টে জয়ের মঞ্চ আগেই এঁকে রেখেছিল টাইগাররা। পঞ্চম ও শেষ দিনে শুরু পূর্ণতা দেওয়া বাকি ছিল।
চতুর্থ দিনে টাইগারদের স্পিন ঘূর্ণিতে ১১৩ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। এতে ২১৯ রানে পিছিয়ে থেকে পঞ্চম দিনের খেলা শুরু করে ব্ল্যাক-ক্যাপসরা।
অন্যদিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র তিন উইকেট। শেষ দিনে নাঈমের এক আর তাইজুলের দুই উইকেটে ১৮১ রানেই গুটিয়ে যায় কিউইরা।
দুই ইনিংস মিলিয়ে কিউই ব্যাটারদের যম ছিলেন তাইজুল। প্রথম ইনিংসে ৪ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নেন এই স্পিনার। এতে ম্যাচসেরার পুরস্কার তার হাতেই উঠেছে।
ম্যাচসেরার পুরস্কার হাতে তাইজুলের মন্তব্য, দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত। ১০ উইকেট পাওয়ায় প্রেরণা আরও বাড়ল। আত্মবিশ্বাসের সঙ্গে তুলে নেওয়া জয় দলের মানসিকতাকে ঠিক রাখবে। দলের সবার কাছ থেকে সহযোগিতা পেয়েছি। এ জন্য সবাইকে ধন্যবাদ।
টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ১০ উইকেট শিকার করেছেন তাইজুল। এর আগে, ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১১ উইকেট নিয়েছিলেন তিনি। সবমিলিয়ে ৪৩ টেস্টে তার মোট উইকেট সংখ্যা দাঁড়াল ১৮৭টি।