1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

ইজতেমার প্রথম পর্বে ২১ জনের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৩
1707044536 00d6e0ce94558c6e0e08ba70a4e339fd

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে এক পুলিশ সদস্যসহ ২১ জনের মৃত্যু হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লা রায়হান এ তথ্য জানান।

মৃতদের মধ্যে ইজতেমা ময়দানে ১৩ জন, দায়িত্ব পালনকালে পুলিশের এক সদস্য ও ময়দানে আসার পথে ৭ জন রয়েছে।

ইজতেমা ময়দানে নিহতরা হলেন রাজবাড়ীর সানোয়ার হোসেন (৬০), চট্রগ্রামের আলম (৫৬), নরসিংদীর শাহনেওয়াজ (৬০), সিরাজগঞ্জের আল মাহমুদ (৭০), শেরপুরের নওশের আলী (৬৫), ভোলার আ. কাদের (৫৫) ও শাহ আলম (৬০), নেত্রকোনার স্বাধীন (৪৫), আবদুস সাত্তার (৭০) ও এখলাস মিয়া (৬৮), জামালপুরের মতিউর রহমান (৬০), টঙ্গীর আ. জব্বার (৫৫)। আরেকজনের পরিচয় জানা যায়নি।

ইজতেমায় দায়িত্ব পালনকালে বাস চাপায় পুলিশের এএসআই হাসাসুজ্জামান (৩০) মারা যান।

ইজতেমা ময়দানে আসার সময় মারা যাওয়ারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার ইউনুছ মিয়া (৬০), চাঁপাইনবাবগঞ্চের জামান মিয়া (৪০), শেরপুরের আমেলা খাতুন (৬০), ঢাকার মিরপুরের মোবাশ্বের আহমেদ (৬৮), নরসিংদীর জনি (১৮) ও সোহেল (৪০), আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।

উল্লেখ্য, এ বছর ইজতেমার প্রথম পর্ব গত ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি সকালে শেষ হয়। এতে বিশ্বের ৭২টি দেশের ৮ হাজারের বেশি বিদেশি মেহমান অংশ নেন।

আগামী ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x