1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

ইউরোপে লিগে প্রথম হারের স্বাদ পেলো লিভারপুল

  • আপডেট সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৭৫
Hasina

চলতি মৌসুমে ইউরোপা লিগে প্রথমবারের মতো হারের স্বাদ পেলো লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে ফ্রান্সের ক্লাব তুলুজের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে ইংলিশ ক্লাবটি।

বৃহস্পতিবার দিবাগত রাতে তুলুজের মাঠে দুর্দান্ত খেলেও হারতে হলো প্রিমিয়ার লিগের ক্লাবটিকে।

ঘরের মাঠে ৩৬তম মিনিটে অ্যারোন ডোনামের গোলে এগিয়ে যায় তুলুজ। ৫৮তম মিনিটে ব্যবধান বাড়ান থিস ডালিঙ্গা।

৭৪তম মিনিটে ক্রিস্তিয়ান কাসেরেসের আত্মঘাতী গোলে ব্যবধান কমায় লিভারপুল। তবে দুই মিনিট পরেই আবারও তুলুজের ব্যবধান ফ্রাঙ্ক মাগ্রি।

৮৯তম মিনিটে দিয়েগো জোটার গোলে ম্যাচ জমিয়ে তুলে অলরেডরা। যোগ করা অষ্টম মিনিটে কোয়ানশাহ বল জালে পাঠালেও তা ভিএআর চেকে বাতিল করে দেয়া হয়। এতে হার নিয়ে ফিরতে হয় লিভারপুলকে।

বর্তমানে চার ম্যাচ খেলে ৩ জয় আর এক হারে ৯ পয়েন্ট ই-গ্রুপের শীর্ষে রয়েছে লিভারপুল। অপরদিকে সমান ম্যাচ খেলে দুই জয়, এক হার আর এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তুলুজ।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x