1. citymelaltd@gmail.com : আবু হেনা : আবু হেনা
  2. foysalmahmudbd9@gmail.com : ফয়সাল মাহমুদ : ফয়সাল মাহমুদ
  3. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  4. kkomol296@gmail.com : kamrul Hossain : kamrul Hossain
  5. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  6. nurulimran26@gmail.com : নুরুল ইমরান : নুরুল ইমরান
  7. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
আহসান উল্লাহ মাস্টার ছিলেন জননন্দিত শ্রমিক নেতা : রাষ্ট্রপতি - প্রিয় আলো

আহসান উল্লাহ মাস্টার ছিলেন জননন্দিত শ্রমিক নেতা : রাষ্ট্রপতি

  • আপডেট সময় রবিবার, ৭ মে, ২০২৩
  • ২৪
sahabuddin

শহীদ আহসান উল্লাহ মাস্টার ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে অবিচল একজন জননন্দিত শ্রমিক নেতা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তিনি বলেন, আহসান উল্লাহ ছিলেন কৃষক-শ্রমিক তথা আপামর মেহনতি মানুষের অতি আপনজন। গণতন্ত্রকামী এই ত্যাগী নেতা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় ছিলেন সোচ্চার।

রোববার (৭ মে) বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের শাহাদতবার্ষিকী উপলক্ষে এক বাণীতে তিনি এ সব কথা বলেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, তিনি মেহনতি মানুষের অধিকার আদায়ে কখনও পিছপা হননি। এ জন্য তাকে বহুবার নির্যাতনের শিকার হতে হয়েছে। মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায়সহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

গণতন্ত্রের বিকাশে শহিদ আহ্সান উল্লাহ মাস্টারের মতো ত্যাগী, সংগ্রামী ও জনদরদি নেতৃত্ব নতুন প্রজন্মকে আলোর পথ দেখাবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

এ সময় সাবেক সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৯তম শাহাদতবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। সেই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফেরাতও কামনা করেন তিনি।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2022.
Site Customized By NewsTech.Com
x