1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  3. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

আলিয়ার মা হওয়ার খবরে কেন ইর্ষান্বিত মাহিয়া মাহি

  • আপডেট সময় বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২৩৫

বিয়ের আড়াই মাস যেতে না যেতেই বলিউড তারকা আলিয়া ভাট্ট জানান, তার আর রণবীর কাপুরের সন্তান আসতে চলছে। স্বাভাবিকভাবেই প্রিয় তারকা জুটির এই সুখবরে দারুণ উচ্ছ্বসিত তাদের ভক্তরা। কিন্তু ঢালিউড নায়িকা মাহিয়া মাহি অবশ্য এই খবরে ঈর্ষান্বিত। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সে কথা জানিয়ে সোমবার মাহি লেখেন, ‘আলিয়া, আমি ইর্ষান্বিত’।

এদিকে, মাহির এই স্ট্যাটাসে কমেন্ট করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। লিখেছেন, ‘তোর শিগগিরই হবে’। কিন্তু এই মন্তব্যের বিপরীতে ইর্ষান্বিত হওয়ার কারণ জানিয়ে মাহি লিখেছেন, ‘এই জন্যই আমি ইর্ষান্বিত। কারণ আমার হবে না’।

মাহির এই উত্তরে অবশ্য ভক্তদের মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। মাহি সত্যিই মা হতে পারবেন না নাকি মজা করে এমন কথা বলেছেন, তা বুঝতে নিয়ে দ্বিধায় পড়েছেন তারা।

প্রসঙ্গত, মাহিয়া মাহি গাজীপুরের ব্যবসায়ী-রাজনৈতিক রাকিব সরকারের সঙ্গে বর্তমানে সংসার করছেন। গত বছরের সেপ্টেম্বরে তাদের বিয়ে হয়। নতুন সংসারে প্রায় দশ মাস হয়ে গেলেও এখনো সন্তান বিষয়ে কোনো সুখবর দেননি এ দম্পতি।

এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। সেই সংসার টিকেছিল প্রায় পাঁচ বছর। ওই সংসারেও কোনো সন্তান নেই এই নায়িকার।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com