1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

আর্জেন্টিনার শঙ্কার দিনে ব্রাজিলের জয়োল্লাস

  • আপডেট সময় শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৫
Brazil

২০২৪ প্যারিস অলিম্পিকের চূড়ান্ত বাছাইপর্বের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছিল ব্রাজিল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে সেলেসাওরা। এই জয়ে মূল পর্বের আশা বাঁচিয়ে রেখেছে নেইমার জুনিয়রদের উত্তরসূরিরা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কারাকাসে অলিম্পিক বাছাইয়ে স্বাগতিক ভেনিজুয়েলাকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। তবে এই জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে সেলেসাওদের। ম্যাচের ঠিক শেষ মুহূর্তে এসেছে জয়সূচক গোলটি। ব্রাজিলের হয়ে গোল করেছেন মরিসিও এবং গিলের্মে বিরো। অন্যদিকে ভেনিজুয়েলার হয়ে গোলটি করেছেন বলিভার।

স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের ৫৭তম মিনিটে মরিসিওর গোলে এগিয়ে যায় সেলেসাওরা। তবে ১০ মিনিট পরই সমতা ফেরে ভেনিজুয়েলা। ম্যাচের ৬৭তম মিনিটে বলিভারের গোলে সমতায় ফেরে দলটি।

এরপর পয়েন্ট খোয়ানোর শঙ্কায় থাকা সেলেসাওদের স্বস্তি এনে দেন গিলের্মে বিরো। এন্দ্রিকের অ্যাসিস্টে বক্সের বাইরের শটে দলকে জয়সূচক গোল এনে দেন তিনি।

দিনের আরেক ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। এতে বেশ জটিল হয়ে পড়েছে পয়েন্ট টেবিলের সমীকরণ।

৪ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারাগুয়ে। অন্যদিকে দুইয়ে ব্রাজিল এবং ২ পয়েন্টে তিনে আর্জেন্টিনা। তাই ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করলেই অলিম্পিকের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে প্যারাগুয়ে। অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে ড্র করলেই মূল পর্বে উঠবে সেলেসাওরা। তবে টিকিট নিশ্চিতে অবশ্যই জিততে হবে আর্জেন্টাইনদের। নিজেদের শেষ ম্যাচে আগামী ১১ ফেব্রুয়ারি ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x