1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম
ফ্যাসিবাদীদের পলায়নে সহায়তাকারীরা বিমানবন্দরে এখনো বহাল তবিয়তে টিসিবির ১ কোটি ফ্যামিলি কার্ডধারীর ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা ইরানের সুপ্রিম কোর্টে ২ বিচারপতিকে গুলি করে হত্যা নারী ফুটবলারকে ‘মোটা’ বলায় নিষিদ্ধ ফেডারেশনের সভাপতি উপদেষ্টাদের সংস্কারের অধিকার কে দিয়েছে— প্রশ্ন বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনের ওষুধের ওপর থেকে ভ্যাট কমাতে সুপারিশ করা হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা অবিবেচকের মতো ভ্যাট হার বাড়ানো হয়েছে: ড. দেবপ্রিয় ৪০ মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩ বিদায়ী সংবাদ সম্মেলনে ব্লিনকেনকে কড়া প্রশ্ন করে নাজেহাল দুই সাংবাদিক

আরও এক মামলায় গ্রেফতার দেখানো হলো শাহজাহান ওমরকে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০
Shahjahan 1024x576

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপি অফিস ভাঙচুরের মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার শাহজাহান ওমরকে গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়।

এরপর ২০২৩ সালে নভেম্বরে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় করা বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। এ সময় আসামিপক্ষের আইনজীবী তার জামিনের আবেদন করেন। পরে শুনানী শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত এর বিচারক মিরাজুল ইসলাম রাসেল জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এই মামলার অন্য আসামিরা হলেন, রাজাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, ইউপি সদস্য মো. রাসেল এবং তাওহীদ ও তরিকুল ইসলাম সুমন।

আসামি পক্ষের আইনজীবী নাসির উদ্দীন কবির বলেন, রাজাপুরের একটি বিষ্ফোরক মামলায় পুলিশ আসামিদের গ্রেফতার দেখানোর আবেদন করে। আদালত সেই আবেদন মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার দিন ব্যারিষ্টার শাহজাহান ওমর ঢাকায় ছিলেন বলে আমরা আদালতকে বলেছি।

এ সময় আদালতের এজলাস থেকে বেড়িয়ে শাহজাহান ওমর বলেন, আমার সাথে অন্যায় করা হয়েছে। মামলায় উল্লেখিত সময়ে আমি ঘটনাস্থলেই ছিলাম না। জনগণের ভোটে আমি আবার এমপি হবো।

প্রসঙ্গত, গত ২১ নভেম্বর ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করে পুলিশ। কাঠালিয়া উপজেলা বিএনপির অফিস ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ঝালকাঠি জেলা প্রতিষ্ঠিত হবার আগে বাকেরগঞ্জ-১২ আসনের সংসদ সদস্য ছিলেন শাহজাহান ওমর। পঞ্চম, অষ্টম ও দ্বাদশ জাতীয় সংসদে তিনি ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচনে লড়ে জয়লাভ করেন। খালেদা জিয়ার প্রথম ও তৃতীয় মন্ত্রিসভায় একাধিক দফতরের দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার পর দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x