রাজপাল যাদব। সিরিয়াস অভিনয় থেকে শুরু করে, কমেডি প্রতিটা জনরাতেই যিনি নিজের জাত চিনিয়েছেন। তবে অভিনয়ে জাত অভিনেতা হলেও নিজের বিভিন্ন কর্মকাণ্ডে বারবার জড়ান বিতর্কে।
একবার এক অভিনেত্রীর শরীরে বাজে স্পর্শ করে এসেছিলেন আলোচনায় এবার এক সাংবাদিককে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক সাংবাদিককে তার হেনস্তা করার ভিডিও ।
দীপাবলির কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে রাজপাল যাদব অনুরোধ জানিয়েছিলেন যাতে বাজি না পোড়ানো হয়। কারণ বাজির তাণ্ডবে শব্দদূষণের পাশাপাশি বায়ুদূষণ হয়। কৌতুকাভিনেতার এই পোস্ট দেখার পরেই তার বিরুদ্ধে শুরু হয় ট্রলিং।
রাজপালের করা নানা আমিষ পদের একটি পুরোনো বিজ্ঞাপনের উদাহরণ টেনে কটাক্ষ করে নেটিজেনরা। পরে পোস্টটি ডিলিট করে ক্ষমা চান রাজপাল এরপর সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আনন্দে মেতে উঠতে বলেন তিনি।
সম্প্রীতি এক সাংবাদিক রাজপালকে এই প্রসঙ্গে প্রশ্ন করতেই আচমকা ক্ষেপে ওঠেন তিনি। এরপর সাংবাদিকের হাত থেকে তার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এদিকে গোটা ঘটনাটি ততক্ষণে ফোনে রেকর্ড করে ফেলেছেন ওই সাংবাদিক। যদিও এই প্রসঙ্গে এখনো পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি, রাজপাল যাদবকে।
প্রসঙ্গত, এর আগে টলিপাড়ার জনপ্রিয় মুখ মেঘনা হালদারও শারীরিক হেনস্তা অভিযোগ এনেছিলেন এই জনপ্রিয় কৌতুকাভিনেতার বিরুদ্ধে। অভিনেত্রী জানান, রাজপাল যাদব মেঘনার স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন।।
এ ঘটনায় সপাটে মেরেছিলেন রাজপালের গালে। মেঘনার কথায়, ‘অভিনেতা দাবি করেন, রসিকতা করেই নাকি স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছিলেন। কিন্তু সত্যিই কি রসিকতা করে এমন করে কেউ।’