আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউনাইটেড স্টেটস অ্যাজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)।
বুধবার (২ জুলাই) বিবিসি এ তথ্য জানিয়েছে।
জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপচয়ের অভিযোগে সংস্থাটি ধীরে ধীরে ভেঙে দিয়েছেন। মার্চ মাস পর্যন্ত সংস্থার ৮০ শতাংশেরও বেশি কর্মসূচি বাতিল করা হয়েছে। মঙ্গলবার এর অবশিষ্ট কর্মসূচি আনুষ্ঠানিকভাবে বাতিল করার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
ল্যানসেট মেডিকেল জার্নালে গবেষকদের প্রকাশিত এক সতর্কবার্তা অনুসারে, ইউএসএআইডির মতো ত্রাণ সংস্থা বন্ধের ফলে ২০৩০ সালের মধ্যে আরো ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। অকাল মৃত্যুর ঝুঁকিতে থাকা এই বিপুল জনগোষ্ঠীর মধ্যে এক তৃতীয়াংশই শিশু।
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, গবেষণায় ‘ভুল অনুমান’ ব্যবহার করা হয়েছে।
১৯৬১ সালে প্রতিষ্ঠিত ইউএসএআইডিতে প্রায় ১০ হাজার মার্কিন কর্মী ছিলেন, যাদের দুই-তৃতীয়াংশই বিদেশে কাজ করতেন। বুধবার সকালে সংস্থার ওয়েবসাইটে একটি বার্তা দেওয়া হয়, যা দীর্ঘসময় দেখানো হয়। তাতে লেখা ছিল, বিশ্বব্যাপী ইউএসএআইডির সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মীদের ২৩ ফেব্রুয়ারি থেকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।