সান সিরোতে আটালান্টা’কে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মিলান। জোড়া গোল করেছেন মার্কাস থুরাম।
শনিবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, খেলার ৩ মিনিটে বেরাট জিমসিটির আত্নঘাতী গোলে ১-০’তে এগিয়ে যায় নেরাজ্জুরিরা। ১০ মিনিটে অসাধারণ এক আক্রমণে পাভার্ডের পাস থেকে বাম পায়ে দারুণ এক গোল করেন নিকোলা বারেল্লা। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার।
ম্যাচের দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে, মার্কাস থুরামের গোলে ৩-০ গোলের লিড পায় স্বাগতিকরা। খেলার ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন থুরাম। ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সিমোনে ইনজাঘির শিষ্যরা। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্র নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ইন্টার। অন্যদিকে, ২ পরাজয় ও ১ জয়ে টেবিলের ১১তম স্থানে আটালান্টা।